সরকারি হিসাব অনুযায়ী ১৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। তবুও দেশের দেশের অধিকাংশ গ্রামে ও দুর্গম এলাকায় বিদ্যুতের সেবা এখনো পৌঁছেনি। আবার অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছলেও সেটা নিরবিচ্ছিন্ন নয়। কেরোসিনের প্রচলিত হারিকেন কিংবা কুপির খরচ বেশি হওয়ায় সেটার ব্যবস্থা করা অনেকের পক্ষে কষ্টসাধ্য। এক্ষেত্রে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। এ সমস্যা সমাধানে স্বল্পমূল্যের বিশেষ সোলার বাল্বের ব্যবস্থা করা হবে এই প্রকল্পে।